Uses of Distributive Pronouns

Uses of Distributive Pronouns

(i) Each: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে এক এক করে বুঝাতে Each ব্যবহৃত হয়। ইহা তিন অবস্থানে ব্যবহৃত হয়।
(a) Each of the boys is guilty.
(b) The boys have got each pen.
(c) The boys have got ten taka each.
Note: (i) তৃতীয় উদাহরণের ক্ষেত্রে each সর্বদা সংখ্যা (numeral) এর পরে বসে।
(ii) each এর পূর্বে antecedent না থাকলে each সব সময় Singular হয় এবং Verb-ও Singular হয়। Each of the students has appeared in the examination.
(iii) Each এর antecedent Plural হলে each-ও plural হয়। যেমনঃ 
Incorrect: The students each has done his duties.
Correct: The students each have done their duties.

(iv) Either: শুধুমাত্র দুইব্যক্তি বা বস্তুর যে কোন একটিকে অন্যটি হতে পৃথকভাবে দেখাতে either ব্যবহৃত হয়।
Either of the two bullocks can carry this cart. 
(v) Neither: Either-এর Negative form হলো neither. দুটির কোনটাই নয় এরূপে বুঝাতে neither ব্যবহৃত হয়।
Neither of the two boys is honest.
Note: Each, either ও neither এর কেবল পরে Noun থাকলে তারা adjective এর কাজ করে।
Each mango is ripe. Either pen is new.
Neither pen writes well.
Note: (i) Emphatic Pronoun কখনও একা Subject হতে পারে না।
Incorrect: Myself did the work.
Correct: I myself did the work.
(ii) কখনও কখনও অধিক জোর প্রকাশ করতে সকল Persons & Gender-এ Possessive Case-এর পর ownself, ownselves বসে। এক্ষেত্রে own কে Emphatio, Adjective বলা হয়। কারণ তার পর self বা selves Noun হিসেবে ব্যবহৃত হয়।
This car is for my ownself.
(iii) Emphatic Pronoun অন্য Noun এর উপর জোর দিলে সেই Noun-এর অব্যবহিত পরেই বসে।
They talked to the Principal himself.
(i) One: Indefinite Personal Pronoun হিসেবে One যদি কোন Sentence এর Subject হয় তাহলে তার পর Nominative ও Objective Case-এ One এবং Possessive case "ones' হয়। (him his ইত্যাদি হয়
না)
One should do one's duty.
One does not know when one will leave this world.
কিন্তু No. Every যদি One-এর পূর্বে বসে তাহলে তারপর he. his বা him বসে।
Everyone should obey his parents.
No one should neglect his duties.
Indefinite Numeral (সংখ্যাবাচক)' Pronoun-রূপে One পূর্ববর্তী কোন Singular Noun-এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য তার পরিবর্তে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে One এর Plural হয় Ones.
This is an old book, give me the new one.
These are old books. give me the new ones.
One of এর পরে Plural Noun ব্যবহৃত হয়। সেক্ষেত্রে "one"
subject হলে verb singular হয়।
One of the boys was present.
Any, no, every, some ইত্যাদি word-এর সাথে one, body. thing ইত্যাদি word যুক্ত হয়ে নিম্নলিখিত Indefinite pronoun গুলি গঠিত হয়।
Anyone, none, everyone, someone, anybody, nobody, everybody, somebody, anything. something, nothing প্রভৃতি।

(ii) None: ইহা Not+one এর সংক্ষিপ্ত রূপ। তা সত্ত্বেও Countable Noun-এর ক্ষেত্রে ইহা Subject রূপে Singular Plural উভয় Verb গ্রহণ করতে পারে এবং Uncountable Noun-এর ক্ষেত্রে Singular Subject- রূপে Singular Verb গ্রহণ করে। ব্যক্তির ন্যায় বস্তুর ক্ষেত্রেও None ব্যবহৃত হয়।
None is/are happy in this world. (Countable)
Is there any salt in the pot? No, there is none (Uncountable)
None of his books is/are new.

(iii) Any: Indefinite Pronoun-রূপে ইহা Interrogative এবং Negative Sentence এ Singular Plural উভয় Number-এ ব্যবহৃত হয়ে থাকে। ব্যক্তি এবং বস্তু উভয়ের পরিবর্তেই ইহা ব্যবহৃত হয়।
Have you ever seen a tiger?
No, I haven't seen any.
I have seen many famous poets. Have you seen any?
(iv) Some: ইহা সবসময় Plural এবং ব্যক্তি ও বস্তু উভয়ের পরিবর্তে বসে। Some of his books are new and some old.
(v) Others: ইহা বস্তু বা স্থান এর পরিবর্তে না বসে শুধু ব্যক্তির পরিবর্তে বসে।
Man can not live without other people's help.

Share this post with friends

See Previous Post... See Next Post...
No one has commented on this post yet
Click Here To Comment

Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.

comment url