Classification of Nouns With Examples

Classification of Nouns With Examples

Noun: যে word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বুঝায় তাকে Noun
বলে। যেমন: Noman is a boy. Iron is a useful metal.
উপরের underlined শব্দগুলি এক একটি Noun। কারণ প্রত্যেকটি এক একটি নাম।
Noun প্রধানতঃ দুই প্রকার। যথাঃ
1. Concrete (ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ) 
2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Concrete Noun: (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য): যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন:
Alim, boy, hen, book, flower ইত্যাদি।
Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোন ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ
করে তাকে Abstract Noun বলে। Abstract Noun চোখে দেখা যায় না। ইহা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। যেমন: Honesty, kindness, freedom, illness, happiness, truth.
আরো কিছু Abstract Noun এর উদাহরণ: goodness, love, hatred, boyhood, childhood wisdom. friendship, misery, reading, sleeping, leadership, health ইত্যাদি।
Note: সাধারণতঃ যে সমস্ত Noun-এর শেষে-ness, tion, hood, ship, dom, ment, ism, -th, -ty. -ce. -cy থাকে তারা Abstract Noun. যেমন: goodness, education.
Concrete Noun-কে চার ভাগে ভাগ করা যায়।

1. Proper Noun: যে Noun কোন ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে। যেমন: Ahmed is a good boy. Dhaka is a big city. Ahmed একটি নির্দিষ্ট বালকের নাম। Dhaka একটি নির্দিষ্ট জায়গার নাম। সুতরাং ইহারা প্রত্যেকে Proper Noun
Note: Proper Noun-এর প্রথম অক্ষর সর্বদা Capital হয়। God এবং Lord দ্বারা যখন আল্লাহকে বুঝায় তখন তারা Proper Noun এবং এদের প্রথম অক্ষর Capital হয়। কিন্তু God দ্বারা যখন দেবতা বুঝায় এবং Lord ছা আল্লাহকে না বুঝিয়ে অন্য (শাসনকর্তা/প্রভু ইত্যাদি) বুঝায় তখন এরা Proper Noun নয়। তাই এদের প্রথম অক্ষর
Capital হয় না। 
Common Noun : যে Noun দ্বারা একজাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে। যেমন:
Nazrul is a great poet.    The rose is a nice flower
Azad is a good doctor.   David Copperfield is a great novel.
poet সকল কবির সাধারণ নাম, flower সকল ফুলের সাধারণ নাম, doctor সকল ডাক্তারের সাধারণ নাম, সকল উপন্যাসের সাধারণ নাম। তাই poet, flower, doctor ও novel এরা প্রত্যেকে Common Noun
Sciences, arts and diseases বর্তমানে Abstract Noun রূপে বিবেচনা করা হয়। যেমন-music, politics. grammar, malaria ইত্যাদি। কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা রোগের আক্রমণ বুঝালে তখন তারা Common Noun হয়।।

Proper Noun এবং Common Noun-এর পার্থক্য আরো স্পষ্টভাবে বুঝানোর জন্য নিম্নে একটি ছক দেয়া হলোঃ
Common Noun
Man (সকল সাধারণ মানুষের নাম)
Girl (সকল সাধারণ মেয়ের নাম)
City (সকল সাধারণ শহরের নাম)
River (সকল নদার সাধারণ নাম)
Proper Noun
Rahim. Karim (নির্দিষ্ট মানুষের নাম)
Runa. Luna. Rupa (নির্দিষ্ট মেয়ের নাম) 
Dhaka, London. Mecca (নির্দিষ্ট শহরের নাম)
Meghna. Padma (নির্দিষ্ট নদীর নাম)

Collective Noun: যে Noun এক জাতীয় কতকগুলি বাক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমন:
He joined the army. Our team has won the game.
A flock of sheep is grazing in the field.
Army বলতে এক সাথে অনেকগুলি সৈন্য, team এক সাথে অনেকগুলি খেলোয়ার নিয়ে একটি দল, flock বলতে অনেকগুলি ভেড়ার সমষ্টিকে অবিভক্ত ভাবে বুঝাচ্ছে। সুতরাং এরা সকলেই Collective Noun
Note: Collective Noun কোন Sentence-এর Subject হলে এর পর verb singular হয়। হহা সর্বদা Neuter Gender হয়।
নিচের ছকের মাধ্যমে Common Noun এবং Collective Noun এর মধ্যে পার্থক্য আরো পরিস্কারভাবে দেখানো হলো:
Common Noun
Sheep (সকল সাধারণ ভেড়ার নাম)
Player (সকল সাধারণ খেলোয়াড়ের নাম)
Keys (সকল সাধারণ চাবির নাম)
Robbers (সকল সাধারণ ডাকাত)
Collective Noun
Flock (অনেকগুলি ভেড়ার সমষ্টি)
Team (অনেকগুলি খেলোয়াড়ের সমষ্টি)
Bunch (কিছু চাবির সমষ্টি)
Gang (ডাকাতের সমষ্টি)
নিচে কিছু Collective Noun-এর উদাহরণ দেয়া হলোঃ
Jury, army, committee, class, crowd, (জনতা), gang (দল), fleet (রণতরী) flock (ভেড়ার পাল), herd (গরুর পাল), library, meeting, party, flight. (ঝাক), infantry (পদাতিক সৈন্য), navy (নৌ-সেনাদল), cavalry (অশ্বারোহী সৈন্যদল) audience (শ্রোতাবর্গ), swarm (মৌমাছির ঝাক), elite (গণ্যমান্য লোক), mass (সাধারণ লোক), majority (অধিকাংশ লোক), gentry (ভদ্রমন্ডলী), bundle (গোছা), stack (গাদা, কাড়ি) pack (পুকুরের পাল), group, shoal (মাঝের ঝাঁক), shower (a shower of rain) (এক পশলা বৃষ্টি)।

Noun of Multitudes: Collective Noun যখন সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে পৃথকভাবে বুঝায় তখন তাকে
Noun of Multitude বলে। Noun of Multitude এর পরে verb plural হয়। যেমন: The jury are divided in their opinions. (is নয়) The committee are divided in their decisions (is নয়)

Material Noun: যে Noun দ্বারা কোন পদার্থের সমুদয় অংশকে অখন্ডভাবে বুঝায় কিন্তু সে পদার্থ হতে উৎপন্ন কোন বস্তুকে বুঝায় না বা যাহা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ দ্বারা বুঝা যায়, তাকে Material Noun বলে।
যেমন: Iron is a useful metal.
Gold is a precious metal.
Man can't live without water.
We eat rice.
Iron, gold, water, rice বস্তু বা পদার্থের নাম। এদের শুধু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। তাই এগুলি
Material Noun |
Material Noun এবং Common Noun কে আরো স্পষ্টভাবে বুঝানোর জন্য নিম্নে একটি ছক দেয়া হলো।
Material Noun
Iron
Wood
Milk
Common Noun
Fetters (শৃংখলা), sickle (কাস্তে), hammar (হাতুড়ী).
Bench, door, cupboard.
Ghee, butter, cheese.

Functions of a Noun
Noun নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করে:
(a) Verb-এর Subject রূপে:    Mr. Ahad is our teacher. 
(b) Verb এর object রূপে:      The boy plays football.
(c) Preposition এর object রূপে:   The ring is made of gold.
(d) Incomplete verb এর Complement রূপে:   They made him captain.
(e) Case in Apposition রূপে:    Mr. Azad, manager of this bank, is an honest man. 

Substitutes For Noun (অন্যান্য শব্দ বা শব্দ সমষ্টির Noun রূপে ব্যবহার)।
যেহেতু Noun দ্বারা Subject. Object, Complement, Case in Apposition- এ কার্যগুলি সম্পন্ন হয়ে থাকে, তাই তাকে বা তাদেরকে Noun হিসেবে গন্য করা হয়।
(a) An Adjective used as a Noun (Noun রূপে Adjective এর ব্যবহার): The honest are respected
everywhere. 
(b) A Verb used as a Noun (Noun রূপে Verb এর ব্যবহার): We went to the show (film- ছবি)
(c) An Adverb used as a Noun (Noun রূপে Adverb এর ব্যবহার): We took rest for a while. Blessings come from above.
(d) A Preposition used as a Noun (Noun রূপে Preposition এর ব্যবহার): There are ups and downs in our life.
(e) A Conjunction used as a Noun (Noun রূপে Conjunction এর ব্যবহার): But me no butts. 
(f) An Infinitive used as a Noun (Noun রূপে Infinitive এর ব্যবহার): To swim is a good exercise.

EXERCISE
State the different kinds of nouns in the following sentences:
1. The committee consists of five members.
2. Tiger is as ferocious as a lion.
3. Rice grows well in Bangladesh. 4. Bees are famous for their industry.
5. Iron is a useful metal.
6. Gold is very precious.
7. Gold and silver have I none.
8. Sohel is my intimate friend.
9. He is a good student. 10. He has sincerity.
11. Kamal is a boy.
12. I am fond of tea.
13. He has honesty.
14. Our school has a good library. 15. His speech charmed the audience.
16. He has no greed.
17. He is free from corruption. 18. A crowd gathered under the tree.
19. Tigers live on flesh.
20. The lion possesses much strength.

Comment below if you have any problem to understand 
Thank you very much for visiting our website.

Share this post with friends

See Previous Post... See Next Post...
No one has commented on this post yet
Click Here To Comment

Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.

comment url