Appositives: Nominative, Objective and Possessive
যখন দু'টি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় Noun-টিকে প্রথম Noun-এর Appositive বা Case in Apposition বলে। এক্ষেত্রে দ্বিতীয় Noun-টি প্রথম Noun-টি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। Appositive. Noun Phrase-এর কাজ করে। Appositive-এর পূর্বে এবং পরে Comma বসে। Appositive প্রধানতঃ তিনভাবে ব্যবহৃত হয়।
1. Nominative in Appositive: এক্ষেত্রে Appositive-টি Subject-এর পরে বসে। Mr. Ahmed, Principal of our college, is a good administrator.
ব্যাখ্যাঃ Case-in-Apposition-তার পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এখানেও Principal of our college. এ Noun Phrase-টি তার পূর্ববর্তী Noun-Mr. Ahmed এর পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাই Principal of our college- Appositive বা Case in Apposition.
2. Objective in Appositive: এক্ষেত্রে Appositive-টি Object-এর পরে বসে Object সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
We invited Mr. Islam, a great physician of Bangladesh.
ব্যাখ্যাঃ উপরের Sentence-এ "a great physician Noun Phrase-টি "Mr. Islam" Object-টির পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাই a great physician of Bangladesh Appositive.
3. Possessive in Appositive: এক্ষেত্রে Appositive-টি Possessive হয় এবং তা তার পূর্ববর্তী Noun-এর অধিকার (Possession) নির্দেশ করে।
I have read Nazrul, the poet's work.
ব্যাখ্যাঃ উপরের Sentence-এ 'the poet's work Appositive কারণ poet এর সাথে Possessive-এর চিহ্ন ('$) আছে এবং তা তার পূর্ববর্তী Noun Nazrul-এর রচনাবলীর উপর Possession নির্দেশ করে।
অনেক সময় Appositive Sentence-এর শুরুতে বসতে পারে। এক্ষেত্রে Appositive-টি Sentence-এর শুরুতে বসে এবং যে Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তার পূর্বে বসে।
A famous novelist, Humayun Ahmed, has consented to attend our function.
The famous novel, David copperfield is a classic.
EXERCISE
Find out the appositives in the following sentences:
1. Babor. great emperor of Delhi, fought Ibrahim Lodi, a famous warior, in the battle of Panipath.
2. Bangladesh, a populous country. faces many natural calamities every year. 3. Arabia, the cradle of Islam, is a vast Peninsula in the South East of Asia.
4, We called on Mr. Rahim, general manager of Sonali Bank.
5. I have read David Copperfield. a great classical novel, written by Dickens, a famous
noveliest.
6. We are taught English by Mrs. Jesmin. a news caster of BTV.
7. A famous poet. Al Mahmud, presided over the function.
8. I have read Milton's, the poet's work.
Comment below if you have any problem to understand
Thank you very much for visiting our website
Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.
comment url