Parts of Speech With Examples

Parts of Speech With Examples

ইংরেজী ভাষায় কোন Sentence-এ ব্যবহৃত প্রতিটি word-ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এ কাজ অনুযায়ী Sentence-এ ব্যবহৃত word-গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে Parts of Speech বলে।
নীচের Sentence-টির মাধ্যমে বিভিন্ন প্রকার Parts of Speech-এর ব্যবহার দেখানো হলো। 
Hurrah! Asad got the first prize and he showed it to his father instantly.
এখানে Asad, he, got, first, instantly, to, and ও hurrah ভিন্ন ভিন্ন কার্য সম্পন্ন করে।
Asad দ্বারা ব্যক্তির নাম বুঝায়। তাই তা Noun.
He. Asad-এর পরিবর্তে বসেছে। সুতরাং তা Pronoun.
Got-দ্বারা কোন কাজ করা বুঝায়। তাই তা Verb.
First-দ্বারা কিরূপ পুরষ্কার তা বুঝাচ্ছে। অতএব তা Adjective.
Instantly-দ্বারা কার্য সম্পাদনের সময় বুঝাচ্ছে। তাই Instantly Adverb
to-"his father' এবং "showed" Verb-এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। to এখানে Preposition.
and-দুইটি Sentence-কে যুক্ত করেছে তাই 'and' Conjuntion
Hurrah শব্দটি দ্বারা মনের আকস্মিক উল্লাস প্রকাশ করেছে। তাই Hurrah শব্দটি Interjection.

ইংরেজীতে Parts of Speech আট প্রকারঃ
1. Noun (বিশেষ্য) 
2. Pronoun (সর্বনাম) 
3. Adjective (বিশেষণ) 
4. Verb (ক্রিয়া) 
5. Adverb (ভাব বিশেষণ) 
6. Preposition (পদান্বয়ী অব্যয়) 
7. Conjuntion (সমুচ্চয়ী অব্যয়) 
৪. Interjection (আবেগসূচক

(i) Noun: যে word দ্বারা কোন কিছুর নামকে বুঝায় তাকে Noun বলে।
Dhaka is the capital of Bangladesh.
The horse is a faithful animal.
Our team has won the game.
Honesty is the best policy.
Gold is a precious metal.
উপরের Sentence-গুলোতে
Dhaka-স্থানের নাম বুঝায়। The horse এক জাতীয় প্রাণীর নাম। Team-কতকগুলো খেলোয়াড়ের সমষ্টিগত নাম। Honesty-একটি গুণের নাম। God- এটি জড়পদার্থের নাম।
যেহেতু উপরের word-গুলোর প্রত্যেকটি দ্বারা নাম বুঝায় তাই তারা Noun.

2. Pronoun: Noun-এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। Pro শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য। সুতরাং Pronoun শব্দের অর্থ হলো Noun-এর পরিবর্তে বা Noun সমতুল্য। I. we, you, they, he.
she, it. Asad is a good boy. He goes to school daily. D
একই Noun বার বার ব্যবহার করলে ভাল শুনায় না বলে এখানে দ্বিতীয় Sentence-টিতে Asad-এর পরিবর্তে he ব্যবহার করা হয়েছে। তাই "He" Pronoun.

3. Verb: যে word দ্বারা কোন কাজ করা বুঝায় তাকে Verb বলে।
They play football.
উপরের Sentence-টিতে play দ্বারা কাজ করা বুঝায়। তাই play শব্দটি Verb.

4. Adjective: যে word দ্বারা Noun বা Noun-equivalent (Noun-এর স্থলবর্তী) এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা,
পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে। good, bad. ill. red. one, two, much, many ইত্যাদি।
He is a rich man. This is a blue pen. He has much money. উপরের Sentence-গুলোতে rich শব্দটি He (Pronoun) টির অবস্থা প্রকাশ করে;
blue- pen (Noun) কলমটি কেমন তা প্রকাশ করে।
much- কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে। তাই rich, blue, much Adjective.

5. Adverb: যে word দ্বারা Noun বা Pronoun ব্যতীত Verb. Adjective অথবা অন্য Adverb এমন কি কোন Sentence অথবা যে কোন Parts of Speech-কে নির্দেশ করে তাকে Adverb বলে। He walks slowly. You are very sad.
উপরের ১ম Sentene-এ slowly শব্দটি সে কেমন করে হাটে তা নির্দেশ করে। অর্থাৎ তা "walk" Verb কে modify
করে। তাই slowly এখানে Adverb. দ্বিতীয় Sentence-এ very শব্দটি তুমি কি পরিমাণ sad তা নির্দেশ করে অর্থাৎ very এখানে sad এই Adjective- কে modify করে। তাই very-এ Sentence-এ Adverb.

6. Preposition: যে word কোন Noun বা Pronoun-এর পূর্বে বসে সে Noun বা Pronoun-এর সঙ্গে Sentence-এর অন্তর্গত অপর কোন word এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition (pre-পূর্বে, position:
অবস্থান) বলে।
The book is on the table. উপরের Sentence-এ on শব্দটি book ও table-এ Noun দু'টির সাথে সম্পর্ক স্থাপন করে। উল্লেখ এখান "on"
শব্দটি বাদ দিলে Sentence-টির কোন অর্থ হয় না। 

7. Conjunction: যে word দুই বা ততোধিক Word. Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে।
Jamal and Kamal are two brothers. এ Sentence-এ "and" শব্দটি Jamal ও Kamal কে যুক্ত করে। উল্লেখ্য and শব্দটি বাদ দিলে Jamal ও Kamal- এর মধ্যে কোন সংযোগ থাকে না। তাই "and" conjunction,

8. Interjection: যে word মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে Interjection বলে। Alas! I am undone.
এখানে Alas! দ্বারা দুঃখের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করেছে, 'তাই "Alas" Interjection.

EXERCISE
নিচের Sentence-গুলোতে কোনটি কোন Parts of Speech তা নির্ণয় কর।
1. The after effects of the drug are bad. 
2. The up train is late. 
3. It weighs about a pound 
4. Iron is a useful. metal. 
5. I will watch wfule you sleep. 
6. They while away their evening with books and games. 
7. Still waters run deep. 
8. He still lives in that house. 
9. After the storm comes the calm. 
10. The girl is fond of music. 
11. A fair little girl sat under a tree. 
12. Suddenly he left the place. 
13. The Muslims fast in the month of Ramzan. 
14. Hurah! we have won the game. 
15. He is absent from the meeting. 

Share this post with friends

See Previous Post... See Next Post...
No one has commented on this post yet
Click Here To Comment

Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.

comment url