Transformation of Sentences Affirmative to Negative

Transformation of Sentences Affirmative to Negative

AFFIRMATIVE TO NEGATIVE
1. কোন Affirmative sentenceonly বা alone থাকে আর তা যদি Allah/God বা কোন ব্যক্তিকে নির্দেশ করে তাহলে উক্ত only বা alone উঠে যায় এবং তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but ব্যবহার করতে হয়। যেমনঃ
Affirmative: Only Allah can help us.
Negative: None but Allah can help us.
Affirmative: Only he can do the work.
Negative: None but he can do the work.
ব্যাখ্যা: উপরের alone শব্দটি Allah-কে নির্দেশ করেছে এবং ২য় sentence only শব্দটি he-কে নির্দেশ করেছে। তাই নিয়ম অনুযায়ী যথাক্রমে alone ও only-এর পরিবর্তে উত্তর বাক্য দুটির শুরুতে none but বসেছে।

2. যদি affirmative sentence-এ only/alone কোন বস্তুকে নির্দেশ করে, তাহলে উক্ত only/alone উঠিয়ে দিয়ে সে জায়গায় nothing but ব্যবহার করতে হয়।
Affirmative: A child likes only sweets.
Negative: A child likes nothing but sweets. 
ব্যাখ্যা: উপরের affirmative sentence-এ only sweets (মিষ্টি)-এ বস্তুটিকে নির্দেশ করায় নিয়ম অনুযায়ী only-
এর পরিবর্তে উক্ত জায়গায় nothing but ব্যবহার করা হয়েছে। 

3. Only দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে তাহলে উত্তর বাক্যে only-এর পরিবর্তে ঐ জায়গায় not more than
বা not less than বসে।
Affirmative: He is only ten.
Negative: He is not more than ten.
ব্যাখ্যা: উপরের affirmative sentence-এ only ten (দশ)-এ সংখ্যাটিকে নির্দেশ করেছে। তাই নিয়ম অনুযায়ী
only-এর পরিবর্তে উক্ত জায়গায় not more than বসেছে।
Affir: Karim was only twenty two.
Neg: Karim was not more than twenty two.

4. Affirmative Sentence-এ must থাকলে Negative করার সময় must এর পরিবর্তে can not but/ can not help বসে। তবে can not help এর পরে যে Verb থাকে উক্ত verb এর সাথে ing যোগ করতে
হয়।
1. Affir: We must yield to our fate.
Neg: We can not but yield to our fate. 
2. Affr: You must obey your parents.
Neg: You can not help obeying your parents.

5. Both and/and যুক্ত কোন affirmative sentence-কে negative করতে হলে উত্তর বাক্যের কখনও শুরুতে আবার কখনও মাঝে not only but also ব্যবহার করতে হয়।
Affir: Both Rajib and Adeeb were good friends. 
Neg.: Not only Rajib but also Adeeb were good friends.
Affir: He took coffee and ice-cream.
Neg: He took not only coffee but also ice-cream.

6. Every-কে negative করতে হলে Every-এর পরিবর্তে প্রথমে There is no বসে + Every-এর পরের শব্দটি বসে + but বসে প্রদত্ত Sentence-এর বাকী অংশ বসে।
Affir: Everyone hates a liar.
Neg: There is no one but hates a har
Note: There is no does not বসে। but-এর পরিবর্তে There is who ব্যবহার করা যায়। তবে who-এর পরে
Affir: Every mother loves her child. Neg: There is no mother but loves her child.
Or. There is no mother who does not love her child.
Note: Every যুক্ত affirmative sentence কে negative করার সময় every-এর পরিবর্তে no এবং বাক্যস্থিত allirmative শব্দটির negative রূপ বসাতে হয়।
Affir: Every mother loves her child. 
Neg: No mother hates her child.
ব্যাখ্যাঃ উপরের sentence-এ every থাকায় every-এর পরিবর্তে no বসানো হয়েছে এবং বাক্যস্থিত affirmative শব্দ loves-এর পরিবর্তে hates বসানো হয়েছে।

7. As soon as কে Negative করতে হলে As soon as এর জায়গায় No sooner had বসে + সে বাক্যের কর্তা বসে + সে বাক্যের মূল ক্রিয়ার Past Participle বসে সে বাক্যের বাকী অংশ বসে + than বসে + দ্বিতীয় বাক্য বসে।
Affir: As soon as the thief saw the police, he ran away.
Neg: No sooner had the thief seen the police than he ran away. 

8. Superlative degree যুক্ত বাক্যকে Negative করতে হলে নিম্নের Structure-টি অনুসরণ করতে হয়।
Structure :- No other + Superlative এর পরের অংশ + Verb + so + Superlative degree-এর positive form + as + প্রদত্ত Sentence এর Subject.
Affir: He is the best boy in the class
Neg: No other boy in the class is so good as he.

9. Affirmative Sentence-কে Negative-এ রূপান্তরের সময় উক্ত Sentence এর মধ্যে অবস্থিত Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয় এবং উক্ত Negative শব্দটির পূর্বে not বসাতে হয়।
Affir: I shall remember you.
Neg: I shall not forget you.
Affir: He is a good player.
Neg: He is not a bad player
Affir: Jerry was an honest boy.
Neg: Jerry was not a dishonest boy.
Affir: This was an extra-ordinary ship. 
Neg: This was not an ordinary ship.

10. Always যুক্ত Affirmative Sentence-কে Negative করতে হলে always-এর পরিবর্তে never বসে এবং affirmative শব্দটির বিপরীত শব্দ বসে।
Affir: I always agreed with him. 
Neg: I never disagreed with him.
Affir: Rahim was always punctual.
Neg: Rahim was never late.

11. Too --- ... to যুক্ত affirmative sentence কে negative করার নিয়মঃ
(১) প্রদত্ত Sentence-এর Subject+ Verb বসে (ii) too এর পরিবর্তে ঐ জায়গায় so বসে + (ii) too এর পরের adjective/adverb বসে+ (iv) that বসে+ (v) প্রথম Subject আবার বসে + (vi) tense অনুযায়ী বলা not/could not বসে+ (vii) প্রদত্ত to-এর পরের অংশ বসে।
Affir: He is too weak to go.
Neg: He is so weak that he can not go. 
Affir: Parveen was too poor to buy a chain.
Neg: Parveen was so poor that she could not buy a chain.

12. As as যুক্ত Affirmative Sentence-কে negative করার নিয়মঃ প্রথম as এর জায়গায় not less বসে। শেষ as এর জায়গায় than বসে।
Affir: Jim and Della were as wise as the Magi. 
Neg: Jim and Della were not less wise than the Magi.

13. চিরন্তন অর্থবোধক affirmative sentence-কে নিচের নিয়মটি ব্যবহার করে negative করতে হয়।
(a) শুরুতে বাক্যস্থিত সাহায্যকারী verb বসে+ (b) n't বসে+ (c) বাকী অংশ বসে + (
d) প্রশ্নবোধক চিহ্ন বসে।
N.B. Sentence-এর মধ্যে সাহায্যকারী verb না থাকলে তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে Don't/Doesn't বসে + (b) subject বসে + main verb এর Present form বসে + (c) বাকী অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসে।
Affir: Health is wealth.
Neg: Isn't health wealth?
Affir: The sun sets in the west.
Neg: Doesn't the sun set in the west?
ব্যাখ্যা: উপরের sentence-টি চিরন্তন অর্থবোধক। তাই নিয়ম অনুযায়ী মূল verb হিসেবে ব্যবহৃত সাহায্যকারী verb
is-কে sentence-এর শুরুতে বসানো হয়েছে+ n't + sentence-এর বাকী অংশ প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। উপরের ২য় affirmative sentence-টিতে মূল verb sets থাকায় negative করার সময় নিয়ম অনুযায়ী Doesn't
প্রদত্ত sentence-এর subject + verb-এর main form + প্রশ্নবোধক চিহ্ন বসেছে।

14. Affirmative sentence-এ sometimes থাকলে negative করার সময় sometimes-এর পরিবর্তে
always এবং তার পূর্বে no বসে।
Affir: My friend sometimes visits me.
Neg: My friend does not always visit me.
Affir: A day labourer is sometimes happy. 
Neg: A day labourer is not always happy.
ব্যাখ্যা: উপরের affirmative sentence দুটোতে sometimes থাকায় উক্ত sentence দুটোর পূর্বে always এবং
তার পূর্বে not বসেছে। প্রথম sentence-এ মূল verb থাকায় শুধু not না বসে does not বসেছে।

15. Many যুক্ত কোন affirmative sentence-কে negative করতে হলে many-এর পরিবর্তে not a few বসে।
Affir: There are many students in the class.
Neg: There are not a few students in the class.

16. A few যুক্ত affirmative sentence-কে negative করতে হলে a few-এর পরিবর্তে not many বসে।
Affir: I have a few friends.
Neg: I have not many friends.

17. A little যুক্ত affirmative sentence-কে negative করার সময় a little-এর পরিবর্তে not much
বসে।
Affir: I have a little rice.
Neg: I have not much rice.

18. Much যুক্ত affirmative sentence-কে negative করার সময় much-এর পরিবর্তে not a little বসে।
Affir: He has much money.
Neg: He has not a little money.

NEGATIVE TO AFFIRMATIVE
উপরের নিয়মগুলোর বিপরীত নিয়ম ব্যবহার করে negative sentence-কে affirmative sentence-এ রূপান্তর
করা যায়। যেমন:
Only he can do this- affirmative sentence-টির negative হবে None but he can do this.
উপরের affirmative sentence-কে negative করার সময় যে নিয়মটি অনুসরণ করা হয়েছে সে নিয়মটির বিপরীত নিম্নদ অনুসরণ করেই negative থেকে affirmative করা হয়েছে।

Share this post with friends

See Previous Post... See Next Post...
No one has commented on this post yet
Click Here To Comment

Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.

comment url