Further Use of Pronoun

Further Use of Pronoun

Relative Pronoun:

Re শব্দের অর্থ back (পিছনে) এবং lative শব্দের অর্থ সম্পর্ক। সুতরাং যে Pronoun পূর্বোল্লেখিত কোন Noun-এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সংগে দু'টি Sentence-কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
1. I saw the fisherman. He was catching fish.
= I saw the fisherman who was catching fish.
2. This is the house. I want to buy it.
= This is the house which/that I want to buy. 3. We helped the girl. Her father died last year.
= We helped the girl whose father died last year.
4. The man is a famous doctor. I met him in the bus. 
= The man whom I met in the bus is a famous doctor.
ব্যাখ্যাঃ উপরোক্ত Sentence গুলিতে who, which/that, whose ও whom ইহারা Relative Pronoun কারণ উহারা যথাক্রমে the fisherman, the house, the girl ও the man এর পরে বসে দুটি Sentence-কে যুক্ত করে পূর্বোল্লেখিত Noun-কে নির্দেশ করেছে।
Relative Pronoun পূর্বোল্লেখিত যে Noun-কে নির্দেশ করে তাকে Antecedent (Ante-পূর্বে; cedent-গমন করেতেছে যে) বলে। উপরোক্ত Sentence-গুলিতে who, which/that, whose, whom-Relative Pronouns এবং fisherman, house, girl, man-যথাক্রমে তাদের antecedent.
অতএব, দেখা যাচ্ছে যে, Relative Pronoun দু'টি কার্য সম্পন্ন করে থাকে।
(i) Demonstrative Pronoun-এর ন্যায় পূর্ববর্তী কোন Noun-কে নির্দেশ করে তার সাথে সম্পর্ক স্থাপন করে। 
(ii) Conjunction-এর ন্যায় দু'টি Sentence-কে যুক্ত করে।
Note: Relative Pronoun-এর Antecedent যখন উহ্য থাকে, তখন তা শুধু Conjunction-এর ন্যায় দু'টি Clause-কে যুক্ত করে। তাই তাকে Conjunctive Pronoun বলা হয়। যেমনঃ I know who did the work.
প্রধান প্রধান Relative Pronoun: Who, which/that, what তাছাড়া asbut Relative Pronoun হিসেবে ব্যবহৃত হয়।

ব্যবহারঃ 
(a) Who: Pronoun-টি যদি ব্যক্তিবাচক হয় (যেমনঃ I, we. you, they, he, she) তবে তার পরিবর্তে who বসে। যেমনঃ
I met a man. He is a teacher.
I met a man who is a teacher.
Who এর Objective form "whom" এবং Possessive form "whose".
Whose-এর ব্যবহারঃ Pronoun-টি যদি Possessive (my, our. your, their, his, her) হয় তবে তার পরিবর্তে whose বসে। যেমনঃ
The boy was very poor. His pen was lost.
The boy whose pen was lost was very poor.
উল্লেখ্য Whose এই Relative Pronoun-টি মানুষের বেলায় যেমন প্রযোজ্য বস্তুর বেলায়ও তেমনি প্রযোজ্য।
যেমনঃ The book whose leaves are torn has been replaced. whose-এর পরিবর্তে of whichও লেখা যেতে পারে। যেমনঃ The books, the leaves of which are torn has been replaced.
Whom-এর ব্যবহারঃ Pronoun-টি যদি Objective (me, us, you, them, him, her) হয় তার পরিবর্তে whom বসে। যেমনঃ
The man is a famous doctor.
I met him in the bus.
The man whom I met in the bus is a famous doctor.

(b) Which: Pronoun-টি যদি বস্তু, অব্যক্তিবাচক বা ইতর প্রাণী (যেমনঃ pen. pencil, dog, house ইত্যাদি) হয় তবে তার পরিবর্তে Which বসে।
The writer took a cabin. It belonged to the orphanage.
The writer took a cabin which belonged to the orphanage.
Possessive Case-এর of which ব্যবহৃত হয়।
This is the book of which I told you.
What: What শুধু বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। That এবং which এর সংযোগে what গঠিত হয় অর্থাৎ 
what = that which. ইহা দ্বারা the thing which বা the things which বুঝায়। এ কারণে what-কে Compound
Relative বলে। What এর antecedent উহ্য থাকে।
You say something. It is true.
What you say is true.
Who, which what-এর সংগে ever বা soever যোগ করে Compound Relative গঠন করা যায়।
Whoever/whosoever you are. I do not care.
You can not do whichever/whichsoever you want.
Give him whatever/whatsoever he needs.
That: That কখনও কখনও who, whom বা which এর পরিবর্তে ব্যবহৃত হয়। কিন্তু ইহা কখনও whose-এর
পরিবর্তে বসে না। That- ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসে। ইহার কোন Possessive form নাই।
This is the woman. She lost her bag.
This is the woman that (who) lost her bag.
These are books. The books have just arrived.
These are books that (which) have just arrived.
The man was not poor at all. We helped the man. The man that (=whom) we helped was not poor at all.
That সাধারণতঃ নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়ঃ
(i) Superlative Degree-এর Adjective এর পরঃ He is the best boy that I ever saw.
(ii) All, the same, any, only এর পরঃ All that he said was not true.
This is the same person that I met yesterday.
Anybody that does not work hard, can not shine in life.
The only pen that I bought is lost.
(iii) Who, what ইত্যাদি Interrogative Pronoun এর পরঃ Who is there that does not feel for his
country? What is that to you?
(iv) Negative Sentence-এ ব্যবহার হয়ঃ
No person that is not industrious can succeed in life.
(v) দু'টি Antecedent-এর মধ্যে একটি ব্যক্তি এবং অপরটি বস্তু বা প্রাণী হলে তাদের পরেঃ
The men and things that he came across have been written in a diary.
(vi) Ordinal Numeral Adjective এর পরঃ Hazrat Abu Baker (R) was the first man that put faith in Islam.
Relative বলে।
But: That......not অর্থ প্রকাশ করতে ইহা Relative Pronoun-রূপে ব্যবহৃত হয়। তাই তাকে Negative
There is no rose but has a thorn.
As: Relative Pronoun হিসেবে as সবসময় such, the same, as many. as much. as so-এর পরে ব্যবহৃত
হয়। যেমনঃ
We want such boys as are honest.
He ate as many mangoes as he could. The feather is as white as milk. Nothing is so useful as iron.
Note: (i) The same এর পর verb উহ্য থাকলে as বসে। কিন্তু the same এর পরে verb থাকলে as বা that বসে।
This is the same pen as that. This is the same pen as (that) I want.
(ii) As যখন Relative Pronoun হিসেবে ব্যবহৃত হয় তখন তা ব্যক্তিও বস্তু উভয়কে নির্দেশ করে। যদি Conjunctive Adverb হিসেবে ব্যবহৃত হয় তখন তা Relative Pronoun হয়। যেমনঃ I shall come back as soon as I can.
Who এবং which-এর অন্যান্য ব্যবহারঃ
Restrictive Use: Who এবং which যখন Adjective-এর ন্যায় Noun-এর সীমাকে সংকুচিত করে তখন তার ব্যবহারকে Restrictive Use বলে।
The man who came here yesterday is a famous doctor.
The pen which he gave me was black.
উপরের Sentence-দুটিতে who এবং which যথাক্রমে man এবং pen এর সীমাকে সংকুচিত করে একটি লোক এবং একটি কলমে পরিণত করেছে। Restrictive "who" এবং "which" দ্বারা যে Clause শুরু হয় তা Adjecitve
Clause.
Continuative Use of "who" and which: Who এবং which যখন Noun-এর সীমাকে সংকুচিত করে না, শুধু - Sentence-কে দীর্ঘতর করার জন্য ব্যবহৃত হয়, তখন তার ব্যবহারকে Continuative use বলে। তখন who.........and he/she এবং which....and it হয়। যেমনঃ He met his friend, who (i. e. and he) gave him a book.
visited Chittagong, which (i. e, and it) is the biggest sea port of Bangladesh.
He এক্ষেত্রে who এবং which যথাক্রমে friend ও Chittagong-এর সীমাকে সংকুচিত করতেছে না শুধু Sentence টিকে দীর্ঘতর করার জন্য ব্যবহৃত হচ্ছে। 
Note: (a) Relative Pronoun যখন Restrictive Sense-এ ব্যবহৃত হয় তখন তার পূর্বে কমা বসে না। কিন্তু যখন
তা Continuative Sense-এ ব্যবহৃত হয় তখন তারপূর্বে সাধারণতঃ কমা বসে।
(b) Continuative ব্যবহারের ক্ষেত্রে who এবং which-কে Conjunction (and) এবং একটি Pronoun (he/she) দ্বারা পরিবর্তন করা যায়। কিন্তু Restrictive ব্যবহারের ক্ষেত্রে তা করা যায় না।

Adverbial Use of "Who & Which"

কখনও কখনও who এবং which-এর ব্যবহার এমন হয় যে তখন তাদের দ্বারা কারণ (Cause) বা উদ্দেশ্য (Purpose) বুঝায়। Who এবং which এর এ ধরনের ব্যবহারকে Adverbial use বলা হয়।
The boy who (because he) was found irregular was punished (Cause) He has sent me a book which (that it may) will help me to learn a lot (purpose)
যেহেতু Relative Pronoun-Conjunction- এর মত কাজ করে তাই which এর পূর্বে and বা bui বসে না। শুধুমাত্র একই antecedent যুক্ত দুটি Adjective Clause-কে which দ্বারা যুক্ত করার সময় তার পূর্বে and বা bul
বসে। I have seen the book which you have written and which is very useful. I have seen the portrait of Monalisa which is very mysterious, but which is very lifelike.

Antecedent এর ব্যবহার

(i) Antecedent সবসময় Relative Pronoun-এর অব্যবহিত পূর্বে ব্যবহৃত হয়।। bought a pen which was black.
(ii) Possessive Noun বা Pronoun কখনও Relative Pronoun-এর Antecedent হতে পারে না। এক্ষেত্রে
Noun বা Pronoun-কে of এর Object করতে হয়। যেমনঃ
Incorrect: I like Shakespeare's plays who is a famous dramatist. 
Correct: I like the plays of Shakespeare who is a famous dramatist.
(iii) Relative Pronoun এর Antecedent-they না হয়ে those হয়। 
Incorrect: They who waste time in idleness can not propser in life.
Correct: Those who waste time in idleness can not prosper in life.
(iv) Relative Pronoun এর Number, Person Gender তার Antecedent এর Number. Personও Gender অনুযায়ী হয়।
Incorrect: It is I who has done the work.
Correct: It is I who have done the work.
কখনও কোন Clause-Relative Pronoun এর Antecedent হতে পারে না। এক্ষেত্রে Relative Pronoun না বসিয়ে "and this" বা "and that" বসাতে হয়।
Incorrect: You kill your time which is unwanted.
Correct: You kill your time and this is unwanted.
Incorrect: You topped the list which pleased us all. 
Correct: You topped the list and that pleased us all.

Omission of Relative Pronoun:

(1) Objective Case-এ Relative Pronoun উহ্য থাকতে পারে। যেমনঃ The pen (which/that) I gave you was black.
He is the man (whom) I met in the college.

Conjunctive Pronoun:

আমরা জানি Relative Pronoun-পূর্বোল্লেখিত Noun-এর সাথে সম্পর্ক স্থাপন করে এবং Conjunction-এর ন্যায়
দু'টি Sentence-কে সংযুক্ত করে। কিন্তু কখনও কখনও দেখা যায় যে পূর্বগামী Noun-টি উহ্য থাকে। তখন Relative Pronoun শুধু দুটি Sentence-কে সংযুক্ত করে বলে তাকে সম্পূর্ণরূপে Relative Pronoun বলা হয় না। তখন তাকে Conjunctive Pronoun বলে। যেমনঃ This is what he said
Note: Relative Pronoun-এর Antecedent Clause বলে। যখন উহ্য থাকে, তখন তার দ্বারা যে Clause শুরু হয় তাকে Noun Clause বলে

Share this post with friends

See Previous Post... See Next Post...
No one has commented on this post yet
Click Here To Comment

Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.

comment url