What is Question Tag With Examples
"Tag" শব্দের অর্থ "জুড়ে দেয়া" এবং "Question" শব্দের অর্থ "প্রশ্ন"। তাই (Conversation) কথোপকথনের সময় sentence এর শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় বা জুড়ে দেয়া হয় তাকে Tag Question বলে।
যেমন: Fishes swim in water, don't they? (মাছ পানিতে সাঁতার কাটে, তাই নয় কি?) প্রশ্নকর্তা এর মাধ্যমে তার শ্রোতার নিকট থেকে সমর্থন আশা করে।
They live in Chittagong, don't they. (তারা চিটাগাং থাকে, না কি?) Ans. Yes, they do. হ্যাঁ, তারা তাই করে।
উপরের sentence-টিতে তারা যে চট্টগ্রামে থাকে তার এ মতামতের পরে প্রশ্নকর্তা সমর্থন চাচ্ছে। তাই সংগত কারণেই উত্তর হবে Yes, they do অর্থাৎ হ্যাঁ, তারা তাই করে।
Tag Question গঠনের নিয়ম:
(i) প্রদত্ত sentence-টি অপরিবর্তিত অবস্থায় বসে+ Comma (.) বসে + Tag question বসে + Note of বসে (?)।
interrogation
(ii) Positive Statement (হ্যাঁ বোধক বাক্য)-এর সাথে negative tag এবং negative statement (না বোধক
বাক্য) এর সাথে positive tag বসে। যেমন-
Hasan is a truthful boy, isn't he?
She does not like tea, does she?
N. B. মনে রাখতে হবে Tag question-এর subject সব সময় Pronoun হয়।
Tag question গঠনের সময় ব্যবহৃত auxiliary কে সহকারী verb বা operator বলে। এ ধরনের operator গুলো হচ্ছে: am, is, are, was, were, will, shall, can, could, may, might, must, has, have, had, do. does, did, ought, dare, need.
Tag From:
- am not aren't
- is not = isn't
- are not aren't
- was not wasn't
- were not = weren't
- will not won't
- shall not shan't
- can not can't
- could not = couldn't
- may not = mayn't
- might not mightn't
- must not = mustn't
- has not hasn't
- have not haven't
- had not hadn't
- do not don't
- does not doesn't
- did not didn't
- ought not oughtn't
- dare not daren't
- need not needn't
(a) সাহায্যকারী verb যুক্ত positive tag এর নিয়ম:
(i) প্রদত্ত sentence টি অপরিবর্তিত অবস্থায় বসে +
(ii) comma (,) বসে +
(iii) প্রদত্ত sentence এর সাহায্যকারী verb বসে +
(iv) n't বসে +
(v) উক্ত sentence এর subject টি পুনরায় বসে + (vi) note of interrogation (প্রশ্নবোধক) চিহ্ন বসে।
He is a liar, isn't he?
ব্যাখ্যা: প্রদত্ত sentence-এ He is a liar + নিয়ম অনুযায়ী কমা বসেছে প্রদত্ত sentence এর সাহায্যকারী verb 'is' বসেছে + তার সাথে n't বসেছে+ প্রশ্নবোধক চিহ্ন বসেছে।
(b) সাহায্যকারী verb বিহীন positive tag এর নিয়ম:
(i) প্রদত্ত sentence টি অপরিবর্তিত অবস্থায় বসে +
(ii) comma (,) বসে +
(iii) প্রদত্ত sentence টি present-tense হলে subject ও person অনুযায়ী don't/doesn't এবং past tense
হলে didn't বসে +
(iv) প্রদত্ত sentence এর subject পুনরায় বসে +
(v) note of interrogation (প্রশ্নবোধক চিহ্ন) বসে।
He reads a book, doesn't he?
We play football. don't we?
Rina sang well, didn't she?
(c) Negative tag এর নিয়ম:
(i) প্রদত্ত sentence টি অপরিবর্তিত অবস্থায় বসে+
(ii) comma (.) বসে +
(iii) প্রদত্ত সাহায্যকারী verb বসে।
(iv) প্রদত্ত sentence-এর subject বসে +
(v) note of interrogation বসে।
He has not done the work, has he?
They will not go to school. will they?
The boy does not play, does he?
Note: যদি মূল sentence-এর subject plural থাকে, তবে we ব্যতিত অন্য সব ক্ষেত্রে tag-এ রূপান্তরের সময় সাহায্যকারী verb-এর পর they বসে। যখন সাহায্যকারী ক্রিয়া থাকে না তখন tense ও person অনুযায়ী do / does / did ব্যবহৃত হয়।
(d) মূল verb দিয়ে শুরু যুক্ত Imperative sentence কে Tag Question এ রূপান্তরের নিয়মঃ
(i) প্রদত্ত বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসে +
(ii) Comma বসে+
(ii) won't/ will you / could you can you / can't you / could you বসে।
(iv) প্রশ্নবোধক চিহ্ন বসে।
Note: (1) যখন শ্রোতার সম্মতি আহ্বান করা হয় তখন won't you ব্যবহৃত হয়। যখন কোন কিছু করতে বলা হয় তখন
will/would/can/can't/ could / you বসে।
Example: Open the door won't you?
(এখানে sentence-এ মূলতঃ শ্রোতা দরজাটি খুলতে রাজী আছে কিনা সে অর্থেই প্রশ্ন করা হয়েছে। তাই Tag
হিসেবে won't you বসেছে)।
Open the door, will you / can you / can't you, could you?
(এখানে এ sentence টি দ্বারা শ্রোতাকে দরজাটি খুলতে বলা হয়েছে। তাই নিয়ম অনুযায়ী Tag হিসেবে won't you না বসে। can you / can't you / could you / would you বসেছে।
Impterative sentence যদি Don't দিয়ে শুরু হয় তা নীচের নিয়ম ব্যবহার করে Tag Question করতে হয়।
(i) প্রদত্ত Sentence টি অপরিবর্তিত বসে +
(ii) will you বসে +
(iii) প্রশ্নবোধক চিহ্ন বসে।
Don't forget me, will you?
Imperative sentence যদি Let's দিয়ে শুরু হয় তবে নিচের নিয়ম ব্যবহার করে Tag Question করতে হয়।
(i) প্রদত্ত sentence টি অপরিবর্তিত অবস্থায় বসে +
(ii) Comma বসে +
(ii) shall we বসে + (iv) প্রশ্নবোধক চিহ্ন বসে।
Let's do the work, shall we?
কিন্তু Let him/let her/let them দিয়ে যদি কোন কিছু করার অনুমতি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে Tag
question-এ will you বসে। Let them do their work, will you?
(e) Be verb যুক্ত Exclamatory sentence কে Tag question করার নিয়ম :
(i) প্রদত sentence টি অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসে +
(ii) Comma বসে +
(iii) isn't/aren't বসে +
(iv) subject টি বসে (subject noun হলে তার Pronoun form বসে) +
(v) প্রশ্নবোধক চিহ্ন বসে।
How fine the flower is, isn't it?
মূল verb যুক্ত Exclamatory sentence কে Tag Question করার নিয়মঃ
(i) প্রদত্ত sentence টি অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসে +
(ii) Comma বসে +
(iii) don't/doesn't / didn't বসে
(iv) subject বসে (subject noun হলে তার pronoun form বসে) +
(v) প্রশ্নবোধক চিহ্ন বসে।
How sweetly the bird sings, doesn't it?
(f) Subject 'T' যুক্ত positive statement কেTag Question এ রূপান্তর:
এক্ষেত্রে positive statement এর পর aren't বসে।
Positive statement = I am happy.
Tag Question = I am happy, aren't I?
(g) 'There' subject যুক্ত positive statement কে tag question-এ রূপান্তরের নিয়ম:
Positive statement = There were many problems.
Tag Question = There were many problem, weren't there?
Negative statement = There were not many problems
Tag Question = There were not many problem, were there?
(h) Need/needs যদি কোন Assertive sentence এর verb হিসেবে ব্যবহৃত হয় তবে need-এর পরিবর্তে
Tense ও person অনুযায়ী don't/doesn't /didn't বসে এবং needn't এর পরিবর্তে need বসে।
I need your help. don't !?
She needs a pen, doesn't she.
You needed a blanket, clidn't you? You needn't worry. need you?
কোন sentence-এ need যদি modal auxiliary হিসেবে কাজ করে তবে tag question-এ need-এর modal
auxiliary টি বসে।
You need not go. need you?
(i) কোন Assertive sentence এর subject যদি nothing/anything/something/everything হয়,
তাহলে tag question-এর subject হিসেবে এদের পরিবর্তে it বসে।
Nothing is certain, is it?
Everything was lost, wasn't it?
Something is better than nothing, isn't it?
(j) কোন Sentence-এর subject যদি everybody / somebody / anybody / every one / someone / anyone/nobody/none ইত্যাদি হয় তবে tag quesiton-এর subject হিসেবে এদের
পরিবর্তে they বসে।
Everybody likes flowers, don't they?
Somebody came here, didn't they? Anybody can do this, can't they?
Everyone has left the place, havn't they? Someone will go there, won't they?
Anyone may answer, mayn't they?
Nobody phoned, did they?
None can help you, can they?
(k) কোন sentence এর subject যদি all of us/some of us/everyone of us/most of us থাকে,
তবে tag question এর subject হিসেবে এদের পরিবর্তে we বসে।
All of us attended the meeting, didn't we?
None of us can solve this problem, can we?
(l) কোন sentence এর subject যদি all of them/some of them/everyone of them/most of them থাকে, তবে tag question-এর subject হিসেবে এদের পরিবর্তে they বসে।
All of the are very sincere, aren't they?
Most of them were absent, weren't they?
(m) কোন sentence-এর subject যদি all of you/some of you/none of you/most of you/everyone of you হয় তাহলে tag question-এর subject হিসেবে এদের পরিবর্তে you বসে।
Some of you can speak well. can't you?
All of you were playing them. weren't you?
(n) Assertive sentence-এ যদি can / could/may/might/ must/ought/shall / should/ will / would ইত্যাদি। Modal auxiliary থাকে তবে Tag question-এ ঐ সকল modal auxiliary গুলোই ব্যবহৃত হয়।
It may rain today, mayn't it?
She can't speak English, can she?
You should see a doctor, shouldn't you?
(০) কোন sentence-এ যদি শুধু verb to have অর্থাৎ has/have/had থাকে এবং কোন মূল verb থাকে না তাহলে তাকে নিম্নলিখিত উপায়ে tag question করতে হয়।
(i) She had a pen, hadn't she? (British sytle) She had a pen, didn't she? (American style)
(ii) You have a nice garden, haven't you? (British) You have a nice garden, don't you? (American)
(p) অনেক সময় sentence-এর মধ্যে subject ও verb সংক্ষিপ্ত আকারে অবস্থান করে। সেক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে tag question করতে হয়।
যেমন: I'd meet you, wouldn't I?
(উপরের sentence-এ I'd এর প্রকৃত রূপ 1 would)
They'd gone to Chittagong. hadn't they?
(উপরের sentence-এ they'd-এর প্রকৃত রূপ they had)
EXERCISE WORKED OUT
Complete the following sentences with a question from the list.
(a) You like honey.-----?
Ans. You like honey. don't you?
(b) The fan is not working.-----?
Ans. The fan is not working, isn't it?
(c) She is pretty -----?
Ans. She is pretty, isn't she?
(d) He has a problem -----?
Ans. He has a problem, hasn't he?
Comment below if you have any problem to understand
Thank you very much for visiting our website
Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.
comment url